নিজস্ব প্রতিবেদক:: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শ্বাসরুদ্ধকর ম্যাচে মোহামেডানকে ৯ রানে হারিয়েছে আবাহনী। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের শতকে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রেখেছে আবাহনী।
আগে ব্যাট করা আবাহনী মোসাদ্দেকের শতক, সাব্বির হোসেনের অর্ধশতকে ৩০৩ রান তুলেছিলো। জবাবে ব্যাপট করতে নামা মোহামেডান ছয় উইকেটে ২৯৪ রান তুলতে সমর্থ জয়।
টস জিতে ব্যাট করতে নামা আবাহনী মোসাদ্দেকের ১৩৩ রানের ঝড়ো ইনিংসের সঙ্গে সাব্বির হোসেনের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে ৩০৩ রানে অলআউটহয়। আট চার ও দশ ছক্কায় ১০১ বলে নিজের ইনিংসটি সাজান আবাহনী অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করা সাব্বির হোসেন ছয় ছক্কা ও সাত চারে ৭৮ বলে সাজান নিজের ইনিংসটি। এছাড়া ১৯ রান করেন মোসাব্বির হোসেন।
মোহামেডানের হয়ে আবু হায়দার রনি ও মেহেদী হাসান মিরাজ ৩টি করে উইকেট লাভ করেনস।
৩০৪ রানের টার্গেটে খেলতে নামা মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস ও রুবেল মিয়ার হাফ সেঞ্চুরিতে ছয় উইকেটে ২৯৪ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন রুবেল মিয়া। ৬২ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ো৫৯ রান করেন অধিনায়ক ইমরুল। ৬০ বলের ইনিংসে আট চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। চার চার ও দুই ছয়ে ২৭ বলে ৪০ রানে অপরাজিত থাকেন রনি।
আবাহনীর হয়ে নাহিদুল ইসলাম ৩টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post