নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ শুরু হয়েছে। প্রথম দিনেই মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই দলের লড়াইয়ে আবাহনীর জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেননা শিরোপা রেসে আছে দলটি। সেই তুলনায় সুপার লিগ খেলতে পারাকে বড় সাফল্যই বলা যায় মোহামেডানের জন্য। কেননা এবারের আসরে খাদের কিনারায় একেবারে ছিল দলটি।
নামে ভারী দুই দলের হাইভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রানের বড় পুঁজি পেয়েছে আবাহনী।
দলটির পক্ষে এদিন রান পেয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও জাকের আলি অনিক। এর মধ্যে মোসাদ্দেক ৭০ বল খেলে সমান ৩টি করে চার ও ছয়ের মারে ৬৩ রানের ইনিংস খেলেন। জাকের আলি অনিকও ৬৩ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল ৮২ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কার মারে।
মোহামেডানের হয়ে মুশফিক হাসান ৩২ রান খরচায় ২ উইকেট শিকার করেন।
২৫৯ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post