নিজস্ব প্রতিবেদকঃ এএফসি কাপে ভারতের মোহন বাগানকে হারাল বসুন্ধরা কিংস। মঙ্গলবার কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও জিতেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। প্রথমবারের মতো ভারতের ঐতিহ্যবাহী দল মোহন বাগানকে হারাল বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
‘ডি’ গ্রুপের ম্যাচে বাগানকে ২-১ গোলে হারিয়েছে কিংস। প্রথম লেগে ভুবনেশ্বর থেকে বাগানের বিপক্ষে ২-২ ড্র করে ফিরেছিল অস্কার ব্রুসনের দল। এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে তারা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বাগান।
১১ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় ভারতীয় ক্লাবটি। বাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেসন কামিন্স গোলমুখে শট করেন। সেটি কিংসের গোলকিপার মেহেদী হাসান ঠিকমতো আয়ত্ব করতে পারেননি। তাঁর সামনে দাঁড়িয়ে থাকা দলের ডিফেন্ডাররাও বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন কোলাসো।
৪৪ মিনিটে দারুণ এক শটে গোল করে কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে বল পাঠান জালে। গোলরক্ষক বিশাল কাইতকে কোনো সুযোগই দেননি তিনি। ৮০তম মিনিটে এগিয়ে যাওয়ার উৎসবে মেতে ওঠে কিংস। দিদিয়েরের পাস ধরে দোরিয়েলতন নিজে শট না নিয়ে বাড়ান রবিনিয়োকে; দারুণ শটে মোহন বাগান গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০