স্পোর্টস ডেস্কঃ দুর্দান্ত জয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল রহমতগঞ্জ। কমলাপুরে বৃহস্পতিবার তারা প্রথম সেমিফাইনালে জিতেছে ২-১ গোলে। ২০১৯-২০ মৌসুমের পর আবারও প্রতিযোগিতাটির ফাইনালে উঠল পুরান ঢাকার দলটি।
ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। কর্নার থেকে উড়ে আসা বলে দূরের পোস্ট থেকে সতীর্থের হেড থেকে বাঁ পায়ে খালি জালে বল জড়ান রাজিব। ৬৭ মিনিটে দশ জনের দলের পরিণত হয় মোহামেডান। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মেসিডোনিয়ার ফুটবলার জেসমিন। ৭৮ মিনিটে ফিলিপের শট গোলপোস্টে আঘাত করে জালে জড়ায়। সমতায় ফেরে রহমতগঞ্জ।
এরপর শেষদিকে রহমতগঞ্জ করে জয়সূচক গোল। ফিলিপের ক্রস ধরে সানডে চিজোবা লক্ষ্যভেদ করেন। এই হারের সুবাদে ২০০৯ সালের পর আরেকবার ফেডারেশন কাপের ফাইনালে খেলার আশা গুঁড়িয়ে গেল মোহামেডানের।
আগামী ৮ জানুয়ারি হবে ফেডারেশন কাপের ফাইনাল। রহমতগঞ্জের প্রতিপক্ষ চূড়ান্ত হবে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ শেষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০