নিজস্ব প্রতিবেদক:: তৃতীয়বার অধিনায়ক পরিবর্তন করতে হলো মোহামেডানকে। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ শুরুর আগে দেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের কাঁধে নেতৃত্বভার তুলে দিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। তাওহীদ হৃদয়ের বদলে সুপার লিগ থেকে ঐতিহ্যবাহী ক্লাবটিকে নেতৃত্ব দেবেন তিনি।
আগামিকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগ। মোহামেডান স্পোটিং ক্লাবের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচটি দিয়েই অধিনায়কত্ব শুরু করবেন রিয়াদ।
প্রিমিয়ার লিগের ক্লাবটির এই মৌসুমের প্রথম অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। ২৪ মার্চ বিকেএসপিতে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস শেষ করেন মোহামেডানের তখনকার অধিনায়ক তামিম ইকবাল। টসের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাক করে ছিটকে পড়েন পুরো মৌসুম থেকে।
তামিম অসুস্থ হওয়ার পর মোহামেডান কর্তৃপক্ষ অধিনায়ক করে তাওহীদ হৃদয়কে। তরুণ এই ক্রিকেটারের নেতৃত্বেও দারুণ করে ক্লাবটি। কিন্তু আবাহনীর বিপক্ষেই বাঁধে যত বিপত্তি। মোহামেডানের অধিনায়ক হৃদয় আম্পায়ারদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ফল স্বরুপ শাস্তি নেমে আসে নিষেধাজ্ঞার।
মাঠে আম্পায়ারদের সাথে বিবাদে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হওয়া হৃদয় মাঠের বাইরে বেফাঁস মন্তব্য করেন। ম্যাচ শেষে আম্পায়ারদেরকে অনেকটা হুমকি দিয়ে বসেন তিনি। ফলে আরো এক ম্যাচ নিষিদ্ধ হনে। যার কারণে মোহামেডানের হয়ে সুপার লিগের শুরুতে খেলতে পারছেন না। ফলে ক্লাবটিকে এই মৌসুমে তৃতীয় অধিনায়ক হিসেবে রিয়াদকে বেছে নিতে হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০