নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যেই। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। তবে এর আগে চলছে টুর্নামেন্টটির দলবদল। দলবদলের শেষ দিন আজ ৪ মার্চ, শনিবার।
আর এদিন আনুষ্ঠানিকভাবে ডিপিএলের চুক্তি করলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। যদিও তা ছিল অবাক করার মতো। কেননা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলায়, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য অনলাইনে দলবদলের ব্যবস্থা করা হয়েছিল। তবে সাকিব চুক্তি সারলেন স্বশরীরে সিসিডিএমে এসে।
শনিবার সকাল প্রায় সাড়ে দশটার দিকে মিরপুরের হোম অব ক্রিকেটে সিসিডিএমের কার্যালয়ে হাজির হন সাকিব। সেখানেই নিজের দলবদলের কার্যক্রম সারেন দেশের সবচেয়ে বড় তারকা।
ডিপিএলের গেল আসরেও মোহামেডানের হয়ে খেলার কথা ছিল সাকিবের। তবে গ্রুপ পর্বে তাঁকে পাওয়া যায়নি। কথা ছিল সুপার লিগ থেকে দলের সাথে যোগ দিবেন। তবে সুপার লিগে উঠতেই পারেনি মোহামেডান। আর তাই সাকিবেরও খেলা হয়নি সেখানে। কোনো দলে না খেলায়, সুপার লিগে সাকিবকে দলে ভেড়ায় লিজেন্ডস অব রূপগঞ্জ। অনুমতি নিয়ে সেখানে খেলেনও সাকিব।
এই স্পিন অলরাউন্ডার এর আগেরও মৌসুমও খেলেছেন মোহামেডানের হয়ে। করেছেন অধিনায়কত্ব। এবার আরও একবার ঐতিহ্যবাহী দলটির হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় এই তারকা। যদিও জাতীয় দল, আইপিএল ব্যস্ততায় পুরো আসর খেলতে পারবেন না তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post