স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিক করলো ফুলহ্যাম। মোহাম্মদ সালাহদের লিভাপুলের কাছে টানা তৃতীয় ম্যাচ হেরেছে দলটি। হারলেও অবশ্য এবার কিছুটা লড়াই করেছে দলটি।
প্রিমিয়ার লিগে রাতের ম্যাচে লিভারপুল ১-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। তবে সেটাও পেনাল্টি থেকে পাওয়া গোলে। নিজেদের বক্সে ভুল করা ছাড়া ফুলহ্যাম পুরো ম্যাচে বেশ লড়াই করেছে। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারলো না তারা।
ম্যাচে দুই দলের লড়াই হয়েছে প্রায় সমানে সমান। দুই দলই তিনটি করে শট অন টার্গেট নিয়েছে। বল দখলের লড়াইয়ে লিভারপুল ছিলো ৫৭ ভাগ। বাকী সময় বল নিজেদের কাছে রেখেছে ফুলহ্যাম। পাসিংয়ে অবশ্য কিছুটা পিছিয়ে ছিলো দলটি।
প্রথমার্ধের শেষ দিকে লিভারপুল পেনাল্টি পেয়ে যায়। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন মিশরীয় তারকা সালাহ। পিছিয়ে পড়েই বিরতিতে যেতে হয় ফুলহ্যামকে।
বিরতির দুই দলই গোলের জন্য বেশ মরিয়া ছিলো। তবে কেউই গোলের দেখা পায়নি। সালাহ’র একমাত্র গোলে তাই জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলকে।
৩৪ ম্যাচ খেলা লিভারপুল জিতেছে ১৭ ম্যাচ। নয় হারের সঙ্গে আট ‘ড্র’এ দলটির পয়েন্ট ৫৯। সমান ম্যাচে মাত্র ১৩টি ম্যাচ জিততে পেরেছে ফুলহ্যাম। ৬ ড্রয়ের সঙ্গে ১৫টি হার তাদের। ৪৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশ নম্বরে।
এস্এনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০