মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সাকে হারাল রিয়াল

0
577

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় হারল বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়ে হেরেছে জাভি হার্নান্দেজের দল। শনিবার বার্সার অলিম্পিক স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে মাদ্রিদের দলটি।

শেষ মুহূর্তে গোল করে জয়ের উল্লাসে মেতে উঠলো রিয়াল। ম্যাচের শুরুতে ইল্কাই গুনদোয়ানের গোলে তারা পিছিয়ে পড়লেও জুদ বেলিংহাম জোড়া গোল করে দলকে জেতালেন। এই মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়া গুনদোয়ান কিক অফের ছয় মিনিট যেতেই গোল করেন।

রিয়ালের বিপক্ষে জাল কাঁপিয়ে অনন্য এক কীর্তি গড়েন জার্মান মিডফিল্ডার গুনদোয়ান। ডার ক্লাসিকার, ম্যানচেস্টার ডার্বি ও এল ক্লাসিকো- সবগুলোতেই গোলের দেখা পেলেন তিনি। তাছাড়া এল ক্লাসিকোতে ২০১৪ সালের পর দ্রুততম গোল করলেন গুন্ডোগান।

৯ বছর আগে এল ক্লাসিকোয় মাত্র তিন মিনিট ২ সেকেন্ডে রিয়ালের জাল কাঁপান নেইমার। গুনদোয়ানের কীর্তি গড়া গোল বিফলে যায়। ৭০ মিনিটে বেলিংহাম রিয়ালকে সমতায় ফেরান। যোগ করা সময়ে ইংলিশ মিডফিল্ডার দ্বিতীয় গোল করেন। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো রিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here