মৌসুমের প্রথম ট্রফি হাতে মেসি, নেইমার-রামোস

0
55

স্পোর্টস ডেস্ক:: মেসি, নেইমার, এমবাপে আর সার্জিও রামোসদের মৌসুম শুরু হলো ট্রফি দিয়ে। ফরাসি সুপার কাপে গত রানে শিরোপা জিতে ড্রেসিংরুমে ট্রফি হাতে নিয়ে ছবি তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি, ব্রাজিলিয়ান তারকা নেইমার আর সার্জিও রামোস।

মৌসুমের প্রথম ট্রফি হাতে ড্রেসিংরুমে তোলা ছবিতে তিনজনকেই হাস্যজ্জ্বল দেখা গেছে। দারুণ ভাবে মৌসুম শুরু করায় তারা বেশ খুশি। প্রতি মৌসুমের শুরুতেই আগেরবারের লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ী দুই দলের মধ্যে এক ম্যাচের এই শিরোপার লড়াই হয়।

গতরাতে ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে এগারোতম বার শিরোপাটি জিতলো মেসিদের পিএসজি। নন্তের বিপক্ষে ফরাসি সুপার কাপের ফাইনালে পিএসজি জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। সমর্থকদের দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে নেইমার, মেসিা-রামোসরা। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। এক তরফা ম্যাচে এফসি নন্তকে উড়িয়ে দিয়েছে পিএসজি। এক হালি গোল হজম করলেও কোনো শোধ করতে পারেনি নেইমারদের প্রতিপক্ষরা।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয় পিএসজি। মেসি-নেইমারের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। ম্যাচের ২২তম মিনিটে মেসির গোলে ব্যবধান ১-০ করে পিএসজি। প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমার ব্যবধান ২-০ করেন। এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসি-নেইমাররা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল পূর্ণ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে তার আগেই ম্যাচে ৫৭তম মিনিটে সার্জিও রামোসের গোলে ব্যবধান ৩-০ করে ফেলে দলটি। ম্যাচের ৮২তম মিনিটে পেনাল্টি থেকে নেইমার জোড়া গোল করে নন্তের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here