স্পোর্টস ডেস্কঃ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। জিততে তো তারা পারেইনি, একই সঙ্গে কোচ জাভি হার্নান্দেজকেও দেখতে হয়েছে লাল কার্ড। গেতাফের মাঠে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। ২০১৯ সালের পর লা লিগায় এই প্রতিপক্ষের মাঠে জিততে ও গোল করতে পারেনি বার্সা। এই সময়ে তিনটি ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়, একটিতে হেরেছে তারা ১-০ গোলে।
গতরাতে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে বার্সা-গেতাফেকে। বিষয়টি নিয়ে খুশি হতে পারেননি কাতালান ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে তিনি কড়া সমালোচনা করেছেন রেফারি সিজার সোতোর গ্রাডোর। জাভি জানান, নিজের লাল কার্ড নিয়ে তার আপত্তি আছে তো বটেই, তবে তিনি বেশি ক্ষুব্ধ এত বেশি ফাউল ধরা নিয়ে।
জাভি বলেন, ‘রেফারিই সবকিছু এতটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে। এটাই সত্যি কথা। আমি তাকে বললাম যে, ‘আপনি খুব বেশি ফাউল ধরছেন’, এজন্য তিনি আমাকে মাঠ থেকে বের করে দিলেন! আমার লাল কার্ড কোনো ব্যাপার নয়, কঠিন একটি প্রতিপক্ষের সঙ্গে আমরা সম্ভব সবকিছুই চেষ্টা করেছি। কিন্তু মাত্র এক পয়েন্ট পেয়েছি, যা যথেষ্ট নয়। খুবই হতাশার এটি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post