স্পোর্টস ডেস্ক:: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মৌসুমের শুরুটা ভাল হল না। মেসি চলে যাওয়ার পর নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেলো চ্যাম্পিয়নরা। লিগ ওয়ানের প্রথম ম্যাচে জিততে পারলো না দলটি।
ফরাসি লিগে লরিয়াঁ আটকে দিয়েছে পিএসজিকে। তারকাহীন পিএসজি গোল শুন্য ‘ড্র’ করে মাঠ ছাড়তে হয়েছে। এমবাপে, নেইমাদের কেউ ছিলেন না একাদশে।
আশরাফ হাকিমি, মার্কো আসেনিসওরা দুর্বল লরিয়াঁকেও হারাতে পারেনি। আক্রমণের পর আক্রমণ করলেও প্রতিপক্ষের জালের দেখা পাননি। শেষ পর্যন্ত তাই জয় বঞ্চিত থাকতে হয়েছে।
গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। তাতেও লারিয়াঁর প্রতিরোধের দেওয়াল ভাঙা যায়নি। শেষ পর্যন্ত তাই গোল শুন্য ‘ড্র’তে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে চ্যাম্পিয়নদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০