স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রোববার মাঠে নামে পেপ গার্দিওলার দল। ব্রেন্টফোর্ডের মাঠে আতিথ্য নিতে যাওয়া সিটিজেনরা পেয়েছে তিক্ত হারের স্বাদ। ১-০ গোলে তাদেরকে হারিয়েছে ব্রেন্টফোর্ড। লিগ জেতা সিটির এটি মৌসুমে পঞ্চম হার।
টানা তৃতীয়বারের চ্যাম্পিয়ন সিটি আগের ম্যাচে ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের মাঠে ১-১ ড্র করেছিল। আজ দেখেছে হার। যেটি টানা ১৬ ম্যাচ পর। এই হারে ২৮ জয় ও ৫ ড্রয়ে ৮৯ পয়েন্ট নিয়ে আসর শেষ করল চ্যাম্পিয়নরা। ২৬ জয় ও ৬ ড্রয়ে রানার্সআপ আর্সেনালের পয়েন্ট ৮৪।
এদিকে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের শেষ রাউন্ডে চেলসির মাঠে ১-১ ড্র করা নিউক্যাসল ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে চতুর্থ। ৬৭ পয়েন্ট পাঁচ নম্বরে থেকে আসর শেষ করল লিভারপুল। পাঁচ পয়েন্ট কম নিয়ে ইউরোপা লিগে তাদের সঙ্গী ব্রাইটন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post