স্পোর্টস ডেস্কঃ লা লিগায় ছোট দলের সঙ্গে পয়েন্ট হারিয়ে লড়াইয়ে পিছিয়ে পড়েছে বার্সা। গত রাতে গ্রানাডার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। এর আগে মায়োর্কার বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছিল তারা। এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে আরও পিছিয়ে গেল বার্সা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল।
গ্রানাডার মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সা। একের পর এক আক্রমণে স্বাগতিকদের কাঁপিয়ে দেয় তারা। ৮১ শতাংশ বলের দখল রেখে বার্সা এদিন শট নেয় ২২টি, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্য দিকে মাত্র ১৯ শতাংশ বলের দখল রেখে গ্রানাদা ৭টি শট নিলেও ২টির বেশি লক্ষ্যে রাখতে পারেনি। কিন্তু বার্সার এমন দাপুটে ফুটবল আরেকটু হলে পুরোপুরিই ব্যর্থ হয়ে যেত।
ম্যাচ শুরুর ১৭ সেকেন্ডেই গোল খেয়ে বসে বর্তমান লা লিগার চ্যাম্পিয়ন বার্সা। ব্রায়ান জারাগোজা গ্রানাডাকে লিড এনে দেন। এই জারাগোজাই দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। জারাগোজা তার দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ২৯ মিনিটে। বার্সা প্রথম গোল পায় প্রথমার্ধের শেষদিকে। আর দ্বিতীয়ার্ধের শেষ মূহুর্তে তাদের রক্ষা হয় সার্জিও রবার্তোর গোলে। পুরো ম্যাচে মূলত ফিনিশিংয়ের অভাবেই এমন ভুগতে হয়েছিল দলটিকে।
ম্যাচ শেষে যা নিয়ে ক্ষোভের কথাও জানিয়েছেন জাভি। বার্সা কোচ বলেছেন, ‘আমার মনে হয় আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছি। আমরা যথেষ্ট সুযোগ পেয়েছি এবং আমাদের আরও গোল প্রাপ্য ছিল। কিন্তু নিজেদের ভুলের কারণে পারিনি। ম্যাচের ৩০ সেকেন্ড না যেতেই আমরা যেন হেরে বসে আছি। এরপর দ্বিতীয় গোল খেলাম। তবে শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রাপ্য ছিল। আর আমরা এভাবে মাঠে খেলতে যেতে পারি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post