স্পোর্টস ডেস্ক:: ইনজুরির কারণে পিএসজির স্কোয়াডে নেই নেইমার। ফেব্রুয়ারির পর আর মাঠে নামতে পারেননি। কবে নামবেন সেটিও নিশ্চিত হয়। ফরাসি জায়ান্টদের সঙ্গে সম্পর্কও বেশ ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকার।
পারফরম্যান্স, চোট সব মিলিয়ে নেইমারের উপর অসন্তুুষ্ট পিএসজি। ক্লাবটি ছাড়তে চান তিনি এমন গুঞ্জন উঠে। এদিকে ব্রাজিলিয়ান তারকাকে নিজেদের শিবিরে ভেড়াতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের পরিকল্পনা আছেন তিনি। আগামি জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে চায় ম্যানইউ।
পিএসজির কাছে ইতিমধ্যে প্রস্তাবও দিয়েছে ম্যানইউ। ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতো জানিয়েছে, গত কয়েক মাস থেকেই নেইমারের উপর নজর রাখছে টেন হাগের দল। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গোলডটকম জানিয়েছে- ব্রাজিলিয়ান তারকাকে পেতে পিএসজিতে প্রস্তাব দিয়েছে ম্যানইউ।
২০২২-২৩ মৌসুমে দারুণ শুরু করেছিলেন নেইমার। ২৯ ম্যাচে ১৮ গোল করেছিলেন। ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন তিনি। গোড়ালির সেই চোট সেরে এখনো মাঠে ফিরতে পারেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post