নিজস্ব প্রতিবেদকঃ লাল বলে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন আয়ারল্যান্ডের অ্যান্ড্রু ম্যাকব্রাইন। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারে প্রথমবার এই মাইলফলক স্পর্শ করলেন এই স্পিনার। শরিফুল ইসলামকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং স্পেলের দেখা পান ম্যাকব্রাইন। এরপর তিনি আউট করেছেন এবাদত হোসেনকেও।
ম্যাকব্রাইনের তিন টেস্টের ক্যারিয়ারে ইনিংস সেরা বোলিং ছিল ৭৭ রান দিয়ে ২ উইকেট। মিরপুরে বুধবার নিজেকে ছাড়িয়ে গেলেন আইরিশ এই অফস্পিনার। আগেরদিন (মঙ্গলবার) তামিম ইকবালকে আউট করে উইকেটের খাতা খোলেছিলেন তিনি। আজ ফিরিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামকে।
ম্যাকব্রাইনের ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন শরিফুল। কিন্তু বল ব্যাটে না লেগে আঘাত হানে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ না নিয়েই ফিরে যান বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে তিনি আউট করেছেন তাইজুলকেও। বোল্ড হয়ে ফিরেন বাঁহাতি এই ব্যাটার।
সেঞ্চুরির পথে থাকা সাকিবকে ফিরিয়ে ইনিংসে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান ম্যাকব্রাইন। ৮৭ রান করা সাকিব লরকান টাকারের কাছে ক্যাচ দিয়ে ফিরেন। সেঞ্চুরি হাঁকিয়ে দুর্দান্ত খেলতে থাকা মুশফিকুর রহিমও আউট হন ম্যাকব্রাইনের বলে। এরপর তাইকুজল-শরিফুল-এবাদতকে শিকার করে ক্যারিয়ার সেরা বোলিং স্পেলের দেখা পান তিনি। ১১৮ রানে ৬ উইকেট শিকার করেছেন এই স্পিনার। এটিই সব ফরম্যাটে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০