ম্যাক্সওয়েলের ইনিংস দেখে প্রেরণা নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা

0
37

নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের দেওয়া লক্ষ্য তাড়ায় ৯১ রানে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারানোর পর সবাই প্রস্তুতি নিচ্ছিলেন আরেকটি আফগান–রূপকথার গল্প দেখার। কিন্তু কে জানত, তার চেয়ে অবিশ্বাস্য কিছু নিয়ে অপেক্ষা করছেন একজন- গ্লেন ম্যাক্সওয়েল। মৃত্যুকূপে দাঁড়িয়ে চোট নিয়েও ১২৮ বলে ১০ ছক্কা ও ২১ চারের মারে ২০১ রানের অপরাজিত বিস্ফোরক এক ইনিংস খেললেন। তাতে অবিশ্বাস্য এক জয় লেখা হয়ে যায় অস্ট্রেলিয়ার নামের পাশে।

ম্যাক্সওয়েলের এমন ইনিংস দেখার পর বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে এমন আত্মবিশ্বাস চান খালেদ মাহমুদ সুজন যে বাংলাদেশের ক্রিকেটাররা যেন বিশ্বাস করতে পারেন তারাও এমন করতে পারেন। সুজন বলেন,’এটা সারা বিশ্বের ক্রিকেটারদের অনুপ্রেরণার বিষয়, শুধু বাংলাদেশ না। কত বছরে এরকম হবে আল্লাহই জানেন। দুইশো তো অনেকেই মারবে। কিন্তু এরকম বিপদ থেকে, নিজের এমন চোটের অবস্থা নিয়ে। শেষ দিকে জিততে লাগত ১০৫, এরমধ্যে ১০১ রানই করেছে সে।’

বাংলাদেশের টিম ডিরেক্টর আরও বলেন, ‘ক্রিকেটে সে সবই সম্ভব এটা বোঝা গেল। এখান থেকে প্রেরণা নিয়ে ছেলেদের আগামী ম্যাচে শুরু করা উচিত, যে ম্যাক্সওয়েল যে আমরাও করতে পারি। শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ, ফুটওয়ার্ক ছাড়া হ্যান্ড আই কোর্ডিনেশনে এত বড় বড় ছয় মারা যায়, সেটা কাল বোঝা গেল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here