স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করতে পেরেছে অজিরা। ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। জিততে হলে আফগানিস্তানকে ১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য স্পর্শ করতে হবে।
অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। বিনা উইকেটে ২২ রান তুলে স্কোরবোর্ডে। তবে পরবর্তীতে প্যাভিলিয়নে ফেরেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ক্যামেরন গ্রিন। ২ বলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
দলকে উড়ন্ত শুরু এনে দিয়ে পাওয়ার প্লে’র আগেই ড্রেসিং রুমের পথ ধরেন ওয়ার্নারও। দারুণ শুরু করেও বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ নিয়ে এই তারকা ওপেনার ফিরেন ১৮ বলে ৫ বাউন্ডারিতে ২৫ রান করে। ব্যর্থ হন টিম ডেভিডের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া স্টিভ স্মিথও। ৪ বলে ৪ রান করেন তিনি।
দারুণ খেলতে থাকা মিচেল মার্শ দলীয় ৮৬ আর ব্যক্তিগত ৪৫ রানের মাথায় আউট হন। তার ৩০ বলের ইনিংসটি সাজানো ৩ বাউন্ডারি ও ২ ছক্কায়। পঞ্চম উইকেটে মার্কাস স্টোয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল ৫৩ রানের এক জুটি গড়েন। ২১ বলে ২ ছক্কায় ২৫ রান করে স্টোয়নিস ফিরলেও, দলকে ভালো সংগ্রহ এনে দিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ক্যারিয়ারের দশম আন্তর্জাতিক ফিফটি হাঁকিয়ে ৩২ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।
আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন নাভীন উল হক। ২৯ রান খরচায় ২ উইকেট নেন ফজলহক ফারুকী। মূজিব উর রহমান ও রশিদ খান ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা