ম্যাক্সওয়েলের ব্যাটে লঙ্কানদের হারিয়ে লিড নিলো অস্ট্রেলিয়া

0
4

স্পোর্টস ডেস্ক:: দারুণ এক ম্যাচ। ৩০০ রান করেও জিততে পারলো না শ্রীলঙ্কা। ম্যাচ সেরা ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটে দুই উইকেটের জয়ে সিরিজে লিড নিলো সফরকারী অস্ট্রেলিয়া। পাঁচ সিরিজের শুরুতেই ১-০ ব্যবধানে লিড নিলো অ্যারন ফিঞ্চের দল।

আগে ব্যাট করা শ্রীলঙ্কা কুশিল মেন্ডিস, নিশানাঙ্কা ও গুনাথিলাকার ব্যাটে চড়ে ৭ উইকেটে ৩০০ রান তুলে ছিলো। জবাবে খেলতে নামা অস্ট্রেলিয়া বৃষ্টি আইনে লঙ্কানদের দেওয়া ২৮২ রানের টার্গেট টপকে যায় ৮ উইকেট হারিয়ে।

টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের অপরাজি ৮৬ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রান তুলতে সমর্থ হয়। ৮৭ বলে ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করেন মেন্ডিস। আট চার ও এক ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি। ছয় চার ও এক ছয়ে ৬৮ বলে ৫৬ রান করেন ওপেনার নিশানাঙ্কা। আরেক ওপেনার গুনাথিলাকা করেন ৫৫ রান। ৭ চারে ৫৩ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়াও ৩৭ রান করেন চারিথ আসলাঙ্কা।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাস্টন আগর ও মার্কোস ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসে বৃষ্টি বাগড়া দেয়। বৃষ্টি আইনে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ২৮২ রান। গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটে অজিরা টপকে যায় ৩ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে। ছয় চার ও ছয় ছয়ে ৫১ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। পাঁচ চারে ৬০ বলে ৫৩ রান করেন স্টিভেন স্মিথ। ৪৪ রান আসে অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

শ্রীলঙ্কার হয়ে হাসরাঙ্গা ডি সিলভা ৪টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here