ম্যাচের আগের রাতে উইন্ডিজ স্কোয়াডে কেমার রোচ

0
4

স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে উইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট। এই টেস্টে অনিশ্চিত ছিলেন ক্যারিবিয়ান পেসার কেমার রোচ। তবে বুধবার ফিটনেস পরীক্ষায় পাস করে শেষ মুহূর্তে দলে জায়গা নিলেন এই অভিজ্ঞ বোলার।

রোচের স্কোয়াডে ফেরা প্রসঙ্গে দলটির প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা দারুণ ব্যাপার যে টেস্ট ম্যাচের জন্য সে ফিট হয়ে দলে ফিরেছে। তরুণ ক্রিকেটারদের রোচ সবসময়ই এক অনুপ্রেরণার নাম। সে এখন প্রস্তুত। ২৫০ শিকারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সে আমাদের জন্য যা এনে দিবে, আমরা খুশিই হবো। শুধু মাঠে না, ড্রেসিংরুমেও সে দারুণ একজন মানুষ।’

এর আগে অনুরোধের ভিত্তিতে বিশ্রাম দেয়া হয়েছে জেসন হোল্ডারকে। ঘোষিত ১২ সদস্যের এই দলে তিনি ছাড়াও ছিলেন না রোচের। কাউন্টিতে সারের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। তবে প্রথম টেস্টের দলে ফিটনেস পরীক্ষায় উৎরিয়ে জায়গা করে নিয়েছেন।

উইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েইট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মোদি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জ্যাডেন সিলস, ডেভন থমাস ও কেমার রোচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here