নিজস্ব প্রতিবেদক:: আবারো হঠাৎ করে ম্যাচের আগের রাতে স্কোয়াডে ক্রিকেটার নিলো বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছেন শামীম হোসেন পাটোয়ারীকে। আগামিকাল শুক্রবার দুপুরে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। তার আগে আজ সন্ধ্যায় শামীম দলে নেওয়ার খবর দিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
তরুণ এই ব্যাটার জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচ খেলেছেন ১০টি। ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে দলে নেওয়াতে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে তার অভিষেকও হয়ে যেতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিলো। সেই দলে অবশ্য ছিলেন না শামীম পাটোয়ারী। মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ওয়ানডে স্বাগতিকরা হেরে গেছে ৩ উইকেটের ব্যবধানে। ব্যাটিং ব্যর্থতায়ই মূলত সিরিজে পিছিয়ে যেতে হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দলকে। আর সে কারণেই হয়তো শেষ মুহুর্তে দলে একজন ব্যাটার নেওয়া হলো।
শাীম পাটোয়ারী অবশ্য টি-২০ সিরিজের দলে আছেন। বিপিএলে পারফর্ম করে ফিরেছেন জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটে। আগের দশ টি-২০ ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি এই তরুণ ব্যাটার। তবে আবারো সুযোগ পেয়েছেন। একাদশে সুযোগ পেলে নিশ্চয়ই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন।
ওয়ানডে দলে তাকে নেওয়া হয়েছে ব্যাকআপ হিসেবেই। বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন এমনটাই বলছেন সাংবাদিকদের। তিনি বলেন, ‘শামীম পাটোয়ারী দলে নেওয়া হয়েছে ব্যাকআপ হিসেবেই। আমাদের স্কোয়াড ছোট। যদি কেউ ইনজুরির কারণে শেষ মূহুর্তে খেলতে না পারে সেজন্য নেওয়া হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post