নিজস্ব প্রতিবেদকঃ ঘণ্টা দুয়েক পরই নামতে হবে মাঠে। ‘হোম ভেন্যু’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়দের লড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হচ্ছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে। শুক্রবার দুপুর ২ঃ৩০ মিনিটে শুরু হওয়ার কথা বিপিএলের সিলেট পর্ব।
ম্যাচ শুরুর প্রায় তিন ঘণ্টা আগেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির সিলেটের কয়েকজন ক্রিকেটার। পুরো দল তখনো হোটেলে। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, নাবিল সামাদরা নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আগেভাগে এসেছেন মাঠে। শান্ত-হৃদয় ব্যাটিং অনুশীলন করেছেন নেটে। মুশফিক উইকেটকিপিং অনুশীলন করেছেন মূল উইকেটের পাশে।
দুপুর ১২টার আগে মাঠে আসা শান্ত ব্যাটিং অনুশীলন করেছেন আনসার ক্যাম্পের পাশে অবস্থিত নেটে। আর হৃদয় গ্রাউন্ড-২’এর নেটে নিজেকে প্রস্তুত করেছেন। তাঁর সঙ্গে ছিলেন স্পিনার নাবিল সামাদ। সিলেটের এই অভিজ্ঞ স্পিনার চলতি বিপিএলে এখনো একাদশে সুযোগ পান নি। মুশফিক মূল মাঠের পাশে কিপিং নিয়ে কাজ করেছেন।
চলতি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের শান্ত। তিনি ৭ ম্যাচ খেলে দুই হাফসেঞ্চুরিতে করেছেন ২৮১ রান। ৫ ম্যাচে ১৯৯ রান করেছেন আরেক ব্যাটার হৃদয়। আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬ জয় ও ১ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষস্থানে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের ৭ ম্যাচে ৫ জয় ও ২ পরাজয়ে সংগ্রহ ১০ পয়েন্ট। এরপর যথাক্রমে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সমান চার পয়েন্ট করে রয়েছে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post