স্পোর্টস ডেস্কঃ নয়নাভিরাম ধর্মশালা অপেক্ষা করছে বাংলাদেশ ও আফগানিস্তান দলের জন্য। শনিবার ভারত বিশ্বকাপে এই মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দু’দল। বেলা ১১টায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে সাকিব আল হাসান-হামমাতউল্লাহ শহীদিরা।
রশিদ খান-মুজিব উর রহমান-ফজলহক ফারুকি-মোহাম্মদ নবিদের বিপরীতে বাংলাদেশের দুই ওপেনার কে কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ওপেনিং নিয়ে এখনই রহস্য ভাঙতে রাজি নন বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু কাউকে না কাউকে তো ওপেনিংয়ে পাঠাতেই হবে। তবে এখনও আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আগামীকাল সকালেই আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। তখনই আপনারা দেখতে পাবেন কারা ব্যাটিং ইনিংস শুরু করছে।’
এদিকে ধর্মশালা উইকেট দেখে প্রশংসা করেছেন হাথুরেসিংহে, ‘ওয়ানডে ক্রিকেটের জন্য এই উইকেট সত্যিই ভালো। আমার মনে হয়েছে যে খুব শক্ত উইকেট, ঘাসে আচ্ছাদিত। এটা খুব ভালো স্পোর্টিং উইকেট। এই মাঠে অনেক রান আশা করছি। (একাদশের) কম্বিনেশন আমরা আগামীকাল সকালে ঠিক করব এবং তখন আবার উইকেট দেখব। কারণ কিউরেটর বলেছেন যে আজও তিনি উইকেট নিয়ে কিছুটা কাজ করবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post