নিজস্ব প্রতিবেদকঃ সাগরিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ডিএলএস মেথডে ২২ রানের সেই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০’তে লিড নিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ব্যাট হাতে রনি তালুকদার, লিটন দাসদের অবদান রয়েছে। তবে ম্যাচের অন্যতম নায়ক তাসকিন আহমেদ।
টাইগারদের পেসার ২ ওভার বল করে ১৬ রান খরচায় একাই শিকার করেছেন ৪ উইকেট। যা কিনা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর আগে ২৫ রান খরচায় ৪ উইকেট ছিল ক্যারিয়ার সেরা ফিগার। নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছিলেন। এবার সেটিকে ছাড়িয়ে গেলেন তিনি।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। সেই লক্ষ্যে ঝড়ো শুরু পায় সফরকারীরা। নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে প্রথম দুই ওভারে তুলোধুনো করেন দলটির দুই ওপেনার পল স্টার্লিং ও রস অ্যাডায়ার। তৃতীয় ওভারে এসে অ্যাডায়ারকে ফিরিয়ে হাসান মাহমুদ ব্রেক থ্রু এনে দেন।
তবে পরের ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসার শিকার করেছেন এক ওভারে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। একে একে ফেরান টপ অর্ডারে নামা লরকান টাকার, ভয়ঙ্কর হয়ে উঠা অধিনায়ক পল স্টার্লিং ও উইকেটে সদ্য আসা জর্জ ডকরেলকে। তিনজনকেই বোল্ড আউট করে বাংলাদেশকে জয়ের পথ দেখিয়ে দেন তিনি। সেই ওভারে খরচ করেন মাত্র ৭ রান।
এরপর ইনিংসের একেবারে শেষ ওভার করতে এসেও ১টি উইকেট লাভ করেন। আর সেই ওভারে তুলনামূলক খরুচেই ছিলেন। দিয়েছেন ৯ রান। তবে অন্যান্য বোলারদের তুলনায় যা ছিল বেশ ভালো। তাসকিনের আগুনে পেসেই আইরিশ ব্যাটিং লাইন আপ বিধ্বস্ত হয়েছে।
এদিন আরও একটি মাইলফলকের দিন ছিল তাসকিনের জন্য। ক্যারিয়ারে ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন বাংলাদেশের জার্সিতে। লাল-সবুজের জার্সিতে দশম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা