স্পোর্টস ডেস্কঃ ডার্বি ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশনের কাপের ফাইনালে দুই দল লড়ছে এখন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। যেখানে ম্যাচের শুরুতেই লিড নিয়েছে আকাশী-নীলরা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ম্যাচের মাত্র ১৭তম মিনিটেই এগিয়ে গেছে আবাহনী। ফাহিমের দারুণ গোল ফাইনালে আবাহনীকে লিড এনে দিয়েছে। শুরুতে মোহামেডানের ওপর চাপ দিয়ে খেলার চেষ্টায় সফল হয়েছে আবাহনী। এতে করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দিল দলটি।
ম্যাচে ঘুরে দাঁড়াতে এখন লড়ছে মোহামেডান। দলটিও আবাহনীর ওপর চাপ দেওয়ার চেষ্টা করছে। তবে এখনই গোল পায়নি। ম্যাচে ফিরতে মরিয়া দলটি সফল হয় কি না্, দেখার পালা।
এদিকে স্টেডিয়ামে উল্লেখযোগ্য হারে দর্শক এসেছে দুই পক্ষেরই। বিশেষ করে আবাহনীর সমর্থক তুলনামূলক বেশি। তীব্র গরমের মাঝে বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হয় এই ফাইনাল ম্যাচ। ১৪ বছর পর আবাহনী-মোহামেডানের ফেডারেশন কাপের ফাইনাল বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post