স্পোর্টস ডেস্ক:: দেশের ফুটবলে নিয়মিত সাফল্য পাচ্ছে নারী দল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলার মেয়েরা। উন্নতির সেই ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ ফুটববল ফেডারেশন। র্যাংকিংয়ে উন্নতির জন্য নতুন বছরে আরো বেশি বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে ফেডারেশন।
বাংলাদেশ নারী দল আগে ফিফা র্যাংকিংয়ে ১৩৯তম স্থানে ছিলো। ধারাবাহিক ভালো খেলায় এখন ১৩২তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী দল। বাফুফের নারী বিভাগ উন্নতির এই ধারা বজায় রাখতে নতুন বছরে প্রীতি ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব-আমিরাত নারী দলকে ঢাকায় আনছে। ফেডারেশনের পক্ষ থেকে ইতিমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে আরব-আমিরাতের কাছে।
বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন,‘৭ ধাপ এগুনো আমাদের বড় অর্জন। এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে। এক সময় আমরা ১০০ এর মধ্যে ছিলাম। করোনার সময় ম্যাচ খেলতে না পারায় আমরা পিছিয়ে পড়েছিলাম। এখন আমরা ধীরে ধীরে অবস্থা আরো উন্নতির চেষ্টা করবো।’
আরব-আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে কিরণ আরো বলেন, ‘ফেব্রুয়ারিতে সাফ নারী হওয়ার কথা ছিল। সেটা কবে হবে এখন অনিশ্চিত। এখন এই টুর্নামেন্ট না হলে আমরা ওই মাসে জাতীয় দলের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করবো। আমরা সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিচ্ছি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়ে। আমরা মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চাই। আরব আমিরাত র্যাংকিংয়ে আমাদের চেয়ে ওপরে। এখন থেকে আমরা বেটার টিমের বিপক্ষে ম্যাচ খেলবো। ছোট দলের বিপক্ষে খেলে জয় পাওয়া যায় ঠিকই, মেয়েদের পারফরম্যান্সের উন্নতি হয় না।’
মেয়েদের ম্যাচ বাড়ালে স্পন্সরের প্রয়োজন পড়বে। তাই স্পন্সরদের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে বাফুফের নারী বিভাগের প্রধান কিরণ বলেন, ‘এরই মধ্যে আমাদের মার্কেটিংয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলাম মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ খেলানোর জন্য কিভাবে অর্থকড়ি সংগ্রহ করা যায় সে বিষয়ে আলোচনা করতে। কারণ, বিদেশি দল আনি বা খেলতে চাই অনেক টাকা লাগে। সে বিষয়ে নিয়ে আমরা নতুন বছর শুরুর আগেই পরিকল্পনা করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০