নিজস্ব প্রতিবেদক:: পেসার খালেদ আহমদ তখন চিটাগাং কিংসের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলছিলেন। বল হাতে দুর্দান্ত করেছেন। তার দলও জিতেছে। তবে ম্যাচ শেষেই পেলেন মায়ের মৃত্যু সংবাদ। জাতীয় দলের এই ক্রিকেটারের মমতাময়ী মা বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না…রাজিউন)।
পেসার খালেদের মায়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাই জায়েদ আহমেদ। ফেইসবুকে এক পোস্টে দুসংবাদটি দেন তিনি। ফেইসবুক পোস্টে জায়েদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।’
সিলেট নগরের আলমপুরস্থ বাসায় বৃহস্পতিবার রাতে তিনি বার্ধক্য জনিত রোগে মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার বাদ জুম্মা স্থানীয় আলমপুর মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফণ করা হবে। মৃত্যুকালে তিনি স্বামী, পাঁচ ছেয়ে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খালেদের বড় ভাই জায়েদ মায়ের জন্য দোয়া চেয়ে ফেসবুকে লিখেন, ‘আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন। আল্লাহ তার কবরকে প্রশস্ত করুন এবং তার ওপর দয়া বর্ষণ করুন। দয়া করে আমার মাকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’
এদিকে পেসার খালেদ আহমদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিটাগাং কিংসের কর্তৃপক্ষ। শোক জানিয়েছেন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দও।