স্পোর্টস ডেস্কঃ দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচ চলাকালীনই ছিটকে গেছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। মূলত হেলমেটে বল লেগে মাথায় আঘাত পেয়ে আর খেলা হচ্ছে না বাঁহাতি ওপেনারের। তার কনকাশন বদলিও নিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওয়ার্নার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি। মাত্র ১৫ রান করে আউট হন তিনি। তবে এর আগে দুই বার আঘাত পান। প্রথমবার মোহাম্মদ সিরাজের বলে হাতের কনুইতে আঘাত পান। এরপর সেই সিরাজেরই আরেক ওভারে বল গিয়ে আঘাত হানে ওয়ার্নারের মাথায়।
প্রাথমিক নীরিক্ষার পর, খেলা চালিয়েও যান। তবে খুব বেশি সময় টিকতে পারেননি উইকেটে। আউট হয়ে ফিরে যান। পরবর্তীতে শেষ বিকেলে ফিল্ডিংও করেননি। এবার ম্যাচ থেকেই ছিটকে গেলেন তিনি।
ম্যাচের দ্বিতীয় দিন শনিবার ফিল্ডিং করতে মাঠে নামার আগে ওয়ার্নারের বদলি ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আইসিসির কনকাশন বদলির নিয়মের সুযোগ নিয়ে ম্যাট রেনশকে বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নামিয়েছে অজিরা। তবে বল করতে পারবেন না তিনি। ব্যাট করতে পারবেন। টেস্টের বাকি চার দিন খেলতে পারবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post