স্পোর্টস ডেস্কঃ আজ সকাল সাড়ে ৮টায় আর্সেনালের বিপক্ষে মাঠে নামে বার্সা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফ্রেন্ডলি ম্যাচটিতে সাদা জার্সিতে দেখা যায় বার্সার খেলোয়াড়দের। মূলত বার্সার কিংবদন্তি ইয়োহান ক্রুইফের প্রতি সম্মান দেখিয়ে এমন উদ্যোগ নিয়েছে ক্লাবটি।
ম্যাচটি বার্সা ৫-৩ গোলে হেরেছে। প্রথমার্ধে ম্যাচ ২-২ গোলের সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে হেরেছে জাভির দল। ম্যাচ শেষে গানারদের অতিরিক্ত ফাউল করা প্রসঙ্গে মুখ খুলেছেন জাভি। বার্সা কোচ সংবাদ মাধ্যমের সাথে আলাপকাপে বলেন, ‘প্রত্যোকেই জিততে চায় এটা আমি বুঝি। কিন্তু আমি আর্তেতাকে বলেছি যে, এই ম্যাচ দেখে মনে হচ্ছিলো এটা একটা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। তারা এই ম্যাচ নিয়ে অনেক বেশিই সিরিয়াস ছিল।’
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলের শুরুটা করেছিল বার্সেলোনা। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বার্সা। ছয় মিনিট পরই আর্সেনালকে সমতায় ফেরান বুকায়ো সাকা। এরপর ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে পেনাল্টি মিস করেন সাকা।
ম্যাচের ৩৪ মিনিটে দ্বিতীয়বারের মতো লিড পায় বার্সেলোনা। এবারের গোলস্কোরার রাফিনহা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আবারো সমতায় ফেরে আর্সেনাল। গানারদের হয়ে গোল করেন চেলসি থেকে এই মৌসুমে আর্সেনালে যোগা দেয়া জার্মান তারকা কাই হাভার্টজ। ৫৫ মিনিটে গোল পান লিয়েন্দ্রো ট্রসার্ড। ম্যাচের ৭৮ মিনিটে আবারো গোল পায় আর্সেনাল। আর গোলস্কোরারও সেই ট্রসার্ড। তবে এরপর এক গোল শোধ করে ফেরান তোরেস। কিন্তু শেষ মুহূর্তে আর্সেনালের হয়ে পঞ্চম গোলটি করেন ফ্যাবিও ভিয়েরা।
আগামী শনিবার টেক্সাসে প্রাক মৌসুম ‘এল ক্লাসিকো’য় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post