Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না খেলেই ভারত থেকে ফিরলেন মার্করাম

ম্যাচ না খেলেই ভারত থেকে ফিরলেন মার্করাম

0

স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জয়ের পর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৮ রানের হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। বড় জয়ে ভারত টিকে রইল সিরিজে। বিশাখাপত্নমে গত মঙ্গলবার দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিষানের ফিফটিতে স্বাগতিকরা ২০ ওভারে তোলে ১৭৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৩১ রানেই। বড় হারের পর দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে। দলের তারকা ব্যাটসম্যান অ্যাইডেন মার্করাম সিরিজের বাকী ম্যাচে খেলতে পারবেন না।

প্রোটিয়া ব্যাটসম্যান মার্করাম গত সপ্তাহে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। এর পর সাত দিন কোয়ারেন্টাইনে কাটিয়েছেন। তবে সুস্থ হলেও ম্যাচ খেলার মত অবস্থায় নেই তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, ‘টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন মার্করাম। প্রোটিয়া ব্যাটসম্যান গত সপ্তাহে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। এর পর সাত দিন কোয়ারেন্টাইনে কাটিয়েছেন। তিনি শেষ দুটি ম্যাচে খেলার অবস্থায় ফিরে আসতে পারবেন না।’

প্রোটিয়া ক্রিকেট বোর্ড আরো জানায়, মার্করাম ভারত ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন; ‘মার্করাম সুস্থ ও ভালো আছেন। সফরে কোনো ব্যক্তি পরীক্ষায় পজিটিভ পাওয়া গেলে তাকে প্রয়োজন অনুযায়ী স্থানীয় সুবিধায় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে তার পরে তাকে তার মানসিক সুস্থতার জন্য বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ম্যাচ রাজকোটে, শুক্রবার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version