স্পোর্টস ডেস্কঃ নারীদের ইমার্জিং এশিয়া কাপে সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। বৃষ্টিতে গ্রুপের শেষ দুই ম্যাচ পরিত্যক্ত হলেও, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে নাম লিখিয়েছে লতা মণ্ডলের দল।
হংকংয়ে শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে সংযুক্ত আরব আমিরাতের নারীদের বিপক্ষে সেই ম্যাচটি মাঠেই গড়াতে পারেনি। বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় পুরো খেলা। এর আগে একইভাবে পরিত্যক্ত হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ।
তবে আসরে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে ৩ ম্যাচে ১ জয় ও ২ পরিত্যক্ত ম্যাচের হিসেবে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
সমান ম্যাচে, সমান পয়েন্ট থাকলেও, বাংলাদেশের চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থেকে সেমি ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post