স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তান সফরে আছে ইংল্যান্ড দল। ১৭ বছর পর টেস্ট দলের এই সফরে অধিনায়ক হিসেবে সাথে গেছেন বেন স্টোকস। এবারই প্রথম পাকিস্তানের মাঠে খেলতে গেছেন তিনি। আর সেই সফরে গিয়ে দারুণ এক সংবাদ দিলেন এই অলরাউন্ডার। নতুন ঘোষণা দিয়ে মন কেড়ে নিয়েছেন পাকিস্তানি সমর্থকদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়েছেন বেন স্টোকস। সেখানে তিনি জানিয়েছেন, পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ফান্ডে অর্থ দেবেন তিনি। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে ম্যাচ ফি হিসেবে যা অর্থ পাবেন, সেগুলোর সবটাই ফান্ডে দিয়ে দিবেন বিশ্বকাপজয়ী তারকা।
স্টোকস লেখেন, ‘ঐতিহাসিক সিরিজের জন্য পাকিস্তানে প্রথমবার আসতে পেরে ভালো লাগছে। ১৭ বছর পর টেস্ট দল হিসেবে আসাটা রোমাঞ্চকর। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব আছে, এখানে আসতে পারা, বিশেষ কিছূ।’
‘পাকিস্তানে এবছর ভয়ঙ্কর বন্যা আঘাত করেছে, সেটে দেখে খারাপ লেগেছে। দেশ ও দেশের মানুষের উপর বড় প্রভাব পড়েছে। এই খেলা জীবনে অনেক কিছু দিয়েছে আমাকে। ক্রিকেট ছাড়িয়ে কিছু ফিরিয়ে দেওয়াটাই ঠিক মনে হয় আমার কাছে। টেস্ট সিরিজ থেকে পাওয়া ম্যাচ ফি আমি পাকিস্তানের বন্যা তহবিলে দেব। যেসব অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে আশা করি কাজে আসবে এই অনুদান।’
চলতি বছর ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তান। ইউনিসেফের তথ্য অনুযায়ী ৩ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায়। এর মধ্যে দেড় কোটির বেশি শিশু রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দেশটির ক্রিকেটাররা বিভিন্নভাবে সহযোগীতা করার ঘোষণা দিয়েছিলেন এর আগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা