স্পোর্টস ডেস্কঃ পূর্বাভাস সত্যি প্রমাণ করে বৃষ্টির কোপে পড়ল ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটি রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা। এর আগে রাত ৮টায় টস হওয়ার কথা।
তবে সেটা আর হয়নি। কারণ নিউ ইয়র্কের আকাশ কালো হয়ে আছে। প্রবল বৃষ্টি হয়েছে। যার কারণে টস হতে দেরী হচ্ছে। তবে আশার খবর, সেই বৃষ্টি থেমেছে। মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়ার ও অফিসিয়ালরা। এরপরই পরিস্থিতি বুঝে টস নিয়ে আপডেট জানাবেন তারা। এদিকে দুই দলই মাঠে নেমে ওয়ার্ম-আপ শুরু করেছে। তবে ম্যাচটি কতটুকু ভালোভাবে খেলতে পারবে দুই দল, সেই নিয়ে সংশয় আছে।
ম্যাচের দিন আগে থেকেই নিউ ইয়র্কে ছিল বৃষ্টির পূর্বাভাস। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচ। আর আবহাওয়ার পূর্বাভাস বলছে স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু হবে ৫১ শতাংশ বৃষ্টি হতে পারে। অর্থাৎ, ম্যাচ শুরুর আধা ঘন্টার মধ্যেই দেখা যেতে পারে আকাশের কান্না। স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ। এরপর থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে টসই পিছিয়ে গেল এবার বৃষ্টির কারণে।
এই ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই। তাই পুনরায় খেলা হওয়া সম্ভব নয়। আবার ম্যাচের দিন অতিরিক্ত সময় অপেক্ষা করাও সম্ভব নয়। যা কি-না নিশ্চিতভাবেই দুঃসংবাদ ক্রিকেট সমর্থকদের জন্য। সবচেয়ে বেশি দুঃসংবাদ পাকিস্তান দল ও ব্রডকাস্টারদের জন্য। কারণ এই ম্যাচকে ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা জড়িয়ে আছে ব্রডকাস্টারদের। আর পাকিস্তান দলের বিশ্বকাপে টিকে থাকার লড়াই জড়িয়ে। দলটি নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্র্যাতিশভাবে হেরে গিয়ে ব্যাকফুটে রয়েছে অনেকটা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post