স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে বেন স্টোকস আউট করে অভিনব উদযাপন করে ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বেন স্টোকসকে আউট করে তিনি ‘স্যালুট’ প্রদর্শন করে ছিলেন।
বসে থাকেননি বেন স্টোকস। সাকিবকে পাল্টা জবাব দিলেন তিনি। ম্যাচ শেষে বেন স্টোকস সামাজিক যোগাযোগ মাধ্যমের সাকিবের এই কান্ডের জবাব দেন। পাল্টা জবাব দেন সাকিবও।
সাকিব করে ছিলেন মাঠে, ঐতিহাসিক টেস্ট বিজয়ের মুহুর্তে। আর বেন স্টোকস তার জবাবটা দিলেন টুইটারে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্টোকস লিখেছেন, ‘দারুণ একটা টেস্ট আর ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশকে স্যালুট। নিরাপত্তা ব্যবস্থা আর ওখানকার মানুষকে স্যালুট। আর অবশ্যই সাকিবকেও স্যালুট।’
জবাবে সাকিব লিখেছেন, ‘তুমি বরাবরই দারুণ একজন সতীর্থ।’ বেন স্টোকস এদিকে সাকিবের চেয়ে আরেকটু এগিয়ে। রসিকতা ধরে রেখে জবাব দেন, ‘আমি আরও ভাল হবো যদি তুমি আমাকে আউট করা বন্ধ করো!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০