স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল শেষ ৩ ওভারে ৫৯ রান। এক বল বাকি থাকতেই সেই সমীকরণ মিলিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা! শেষ ৫৯ রানের মধ্যে ৫২ রানই এসেছে এই ডানহাতির ব্যাট থেকে। আর তাতে তৃতীয় টি-টোয়েন্টি জিতে হোয়াইটওয়াশ এড়ায় শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে ১৭৭ রান তাড়ায় একসময় বড় পরাজয়ের মুখে ছিল লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই অসাধারণ জয় পায় স্বাগতিকরা। শানাকা অপরাজিত থাকেন ২৫ বলে ৫৪ রানে। শেষ তিন ওভারে ১৩ বল খেলে লঙ্কান অধিনায়ক করেন ৪৮ রান!
ম্যাচ শেষে শানাকা জানান, ম্যাচ শেষ করে সাজঘরে ফেরার আশায় ছিলেন তিনি। শানাকা বলেন, ‘ক্রিজে যাওয়ার পর আমি শুরুতে কিছুটা সময় নিতে চেয়েছি। আমার স্ট্রাইক রেট সম্ভবত পঞ্চাশের মতো ছিল। পিচ খুব ভালোভাবে পড়তে পেরেছিলাম, তাই উইকেট ছুঁড়ে দেইনি। শেষ দিকে আশা ছিল যেন শেষটা করতে পারি। সেটা করতে পেরে ভালো লাগছে।’
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ৫ ম্যাচের সিরিজ হবে ক্যান্ডি ও কলম্বোয়।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ সূচি-
১৪ জুন- প্রথম ওয়ানডে (ক্যান্ডি)
১৬ জুন- দ্বিতীয় ওয়ানডে (ক্যান্ডি)
১৯ জুন- তৃতীয় ওয়ানডে (কলম্বো)
২১ জুন- চতুর্থ ওয়ানডে (কলম্বো)
২৪ জুন- পঞ্চম ওয়ানডে (কলম্বো)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০