ম্যাচ সেরার উপহার পাওয়া শ্যাম্পেন রবি শাস্ত্রীর হাতে তুলে দিলেন পান্ত

0
26

স্পোর্টস ডেস্কঃ দলের প্রবল চাপে হার্দিক পান্ডিয়ার সঙ্গে দারুণ এক জুটিতে ম্যাচ ঘুরিয়ে দিলেন ঋষভ পান্ত। আগ্রাসী সেঞ্চুরি তুলে বেশ আগেভাগেই শেষ করে দিলেন ম্যাচ। তাতে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল ভারত।

ওভালে ১০ উইকেট প্রথম ওয়ানডে ম্যাচ জিতে সিরিজে ১-০ লিড নেয় ভারত। লর্ডসে ইংল্যান্ড ১০০ রানে ভারতকে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায়। এবার ওল্ড ট্র্যাফোর্ডে ৫ উইকেটে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বিরাট কোহলি-শিখর ধাওয়ানরা।

ইংল্যান্ডের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ২৬১ রান তুলে ম্যাচ জেতে। ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন পান্ত। ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। পান্তের সঙ্গে পঞ্চম উইকেটে তার ১১৫ বলে ১৩৩ রানের জুটি গড়ে দেয় ব্যবধান। ২৬০ রানের লক্ষ্য সফরকারীরা পেরিয়ে যায় ৪৭ বল বাকি থাকতে।

ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পান্তের হাতেই। ব্যাটিংয়ে ১০০ রান ও হাত ঘুরিয়ে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন পান্ডিয়া। পান্ত পুরস্কার পাওয়া শ্যাম্পেনের বোতল তুলে দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর হাতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন শাস্ত্রী। মাঠে পছন্দের সাবেক কোচকে দেখে পান্ত এসে জড়িয়ে ধরেন। তার পর উপহার পাওয়া শ্যাম্পেনের বোতল শাস্ত্রীর হাতে তুলে দেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here