স্পোর্টস ডেস্ক:: লাহোরকে পিএসএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান। পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ার ম্যাচে কাইরন পোলার্ড ও অধিনায়ক রিজওয়ানের ব্যাটে ফাইনাল নিশ্চিত করেছে মুলতান।
আগে ব্যাট করা মুলতান পোলার্ড-রিজওয়ানের ব্যাটে চড়ে ১৬৫ রান তুলে। জবাবে খেলতে নামা লাহোর মুলতানের বোলারদের তোপের মুখে পড়ে পিএসএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রান মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায়। ৮৪ রানের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে মুলতান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুলতান সুলতান্সের অধিনায়ক রিজওয়ান। দুই ওপেনার উসমান খান ও রিজওয়ানের উদ্বোধনী জুটিতেই ৫৩ রান তুলে নেয় দলটি। উসমান খানের বিদায়ে ভাঙে তাদের দায়িত্বশীল উদ্বোধনী জুটি। চার চারে ২৮ বলে ২৯ রান করে সাজঘরে ফিরেন উসমান খান।
রাইলী রুশোকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন রিজওয়ান। দলীয় ৭০ রানে প্রোটিয়া ব্যাটার ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফিরলে ভাঙে তাদের জুটি। চারে নামা কাইরন পোলার্ডের ব্যাটেই বড় স্কোর পায় মুলতান। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন তিনি। ৩৪ বলের ইনিংসটি সাজান ছয় ছক্কা ও এক চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক রিজওয়ান। মাত্র ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড।
লাহোরের হয়ে হারিস রউফ ৩টি, রশিদ খান ও জামান খানরা ১টি করে উইকেট লাভ করেন।
১৬১ রানের চ্যালেঞ্জিং টার্গেটে খেলতে নামা লাহোর মুলতানের বোলারদের তোপের মুখে পড়ে ১৪.৩ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ১৯ রান করেন স্যাম বিলিংস। ২৭ বলের ধীর গতির ইনিংসে একটি চার হাঁকিয়েছেন তিনি। শেষ দিকে নামা হারিস রউফ দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেছেন। ১২ রান করেছেন ডেভিড উইস। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
মুলতানের হয়ে কটরেল ৩টি ও উসামা মীর ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০