ম্যাচ সেরা-সিরিজ সেরা সাকিব

0
109

নিজস্ব প্রতিবেদকঃ আফগান বধে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রশিদ খানদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। সিরিজ জেতা ম্যাচে বলে-ব্যাটে দারুণ অবদান রাখেন সাকিব। ২ উইকেট শিকার ও ১৮ রান করার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন বিশ্বসেরা অলরাউন্ডার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১৯ রান তাড়ায় নেমে ৪ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১ ছক্কা ও ১ চারে ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন সাকিব। এর আগে আফগানদের অল্প রানে বেঁধে রাখতে বল হাতেও অবদান রাখেন টাইগার অলরাউন্ডার। ৩ ওভারে মাত্র ১৫ রান খরচে তিনি তুলে নেন ২ উইকেট।

এদিকে দুই ম্যাচ জয়ে ব্যাট হাতে সব মিলিয়ে ৩৭ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। এর আগে শুক্রবার প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানরা। টার্গেট তাড়ায় ১ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন সাকিব। এছাড়া ব্যাট হাতেও ৩ চারের মারে ১৭ বলে করেছিলেন ১৯ রান। ম্যাচটি ২ উইকেটে জিতে নিয়েছিল বাংলাদেশ। যার সুবাদে তাঁর হাতে উঠল সিরিজ সেরার পুরষ্কার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১তম বার ম্যাচ সেরার পুরষ্কার জিতলেন সাকিব। এই তালিকায় এরচেয়ে বেশি কেবল তিন ক্রিকেটারের নাম আছে। এদিকে এটি টাইগার অলরাউন্ডারের এই ফরম্যাটে পাঁচ নম্বর সিরিজ সেরার পুরস্কার, এরচেয়ে একটা কেবল বেশি ভারতীয় তারকা বিরাট কোহলির। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৪২তম ম্যাচ সেরার পুরস্কার জেতা হয়ে গেলো আজ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here