স্পোর্টস ডেস্কঃ উগান্ডাকে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেল আগেই বিদায় নিশ্চিত হওয়া নিউজিল্যান্ড। অনায়াস জয়ের পথে রেকর্ড বইয়েও ঝড় তুলল কিউইরা। নিজেদের তৃতীয় ম্যাচে উগান্ডার বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে তারা। শনিবার (১৫ জুন) ব্রায়ান লারা স্টেডিয়ামে উগান্ডার দেওয়া ৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৮ বল হাতে রেখে জিতেছে কেন উইলিয়ামসনের দল।
বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে কেবল ৪ রান দেন টিম সাউদি। তুলে নেন ৩ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট, রাচীন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার শিকার করেন দুটি করে উইকেট। ৪ ওভারে মাত্র ৪ রানে ৩ উইকেট নেওয়া সাউদির স্পেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভার পূর্ণ করা বোলিংয়ে এটিই সবচেয়ে কম রান দেওয়ার ঘটনা। চলতি আসরেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন উগান্ডার ফ্রাঙ্ক সুবুগা।
এমন রেকর্ডময় জয়ের পরও অবশ্য হতাশা লুকিয়ে রাখতে পারেননি সাউদি। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তিনি বলেছেন, ‘এটা সত্যি দুর্দান্ত এক পারফরম্যান্স ছিল। জয় পেয়ে ভালো লাগছে। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় আমরা হতাশ। আমরা প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় বিশ্বকাপে আমাদের যে রেকর্ড ছিল তা এখন শেষ হয়ে গিয়েছে। সে যাই হোক নিউজিল্যান্ডের হয়ে খেলা সব সময় স্বপ্ন ছিল। এখনো এটি উপভোগ করছি।’
Discussion about this post