ম্যাচ হেরে রেফারিকে দুষছেন কাসেমিরো-রদ্রিগোরা

0
68

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ব্যর্থতার পর নানান পরিবর্তন দিয়ে দল সাজালেও, ছন্দে ফিরতে পারেনি ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হেরে গেছে মরক্কোর কাছে। ঘরের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করে ইতিহাস গড়েছে ওয়ালেদ রেগরাগির শিষ্যরা।

এর আগে কখনো ব্রাজিলকে হারায়নি মরক্কো। তার উপর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে সাম্বা ফুটবলের জনকদের হারিয়েছে দলটি। সব মিলিয়ে স্মরণীয় রাত মুসলিম প্রধান দেশটির জন্য। গেল বিশ্বকাপে সেমি ফাইনাল খেলার পর এবার ব্রাজিলের বিপক্ষে দারুণ জয়।

তবে এমন হারের পর রেফারিংকে দুষছেন ব্রাজিলের ফুটবলাররা। দলের হয়ে গোল করা কাসেমিরো এবং রদ্রিগো রেফারির ওপর দুষ চাপিয়েছেন। যদিও নিজেদের বাজে খেলার কথাও স্বীকার করছেন তারা।

ম্যাচ শেষে কাসেমিরো বলেন, ‘সবার প্রতি সম্মান রেখেই বলছি, যদিও ব্রাজিল কখনো এই বিষয়টি নিয়ে অভিযোগ করে না। এরপরও ম্যাচে সবচেয়ে বড় সমস্যার কথা বললে, সেটি ছিল রেফারি।’

একইরকম কথা বলেছেন রদ্রিগোও। তিনি বলেন, ‘আমি রেফারিং নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে রেফারিং খুব ঝামেলাপূর্ণ ছিল। রেফারি ম্যাচের গতি নষ্ট করেছে। আমি অজুহাত দিচ্ছি না। নিজেদেরকেও দায় দিচ্ছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here