স্পোর্টস ডেস্কঃ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করার তিন দিন পার হলেও বিষয়টিতে ঘি ঢেলে দেন তাঁর ভাই ট্রেভিন ম্যাথিউস। তার দাবি, শ্রীলঙ্কায় যদি সাকিব আল হাসান কখনো খেলতে যান, তাহলে বাংলাদেশের অধিনায়ককে পাথর ছুঁড়ে মারবে সমর্থকরা।
এদিকে তার এমন বিবৃতির পর নিজেদের বক্তব্য জানিয়েছে এলপিএলে সাকিবের দল গল টাইটান্স। কোনো ক্রিকেটারের সঙ্গেই অশোভন কিছু করতে চায় না তারা। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকে ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’
অন্যদিকে এবার বিশ্বকাপ খেলার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। গল টাইটানস আজ এক বিবৃতিতে বলেছে, ‘মনে রাখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। লঙ্কানরা সত্যি বলতে এমন আচরণ করেও না। আমাদের দেশের ভক্ত-সমর্থকেরা যেকোনো দেশের ক্রিকেটারকে সাদরে বরণ করে নেয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে গত সোমবার এই ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ২ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউস সেটি হতে পারেননি। তাই বাংলাদেশের ফিল্ডারদের আবেদনের প্রেক্ষিতে লঙ্কান এই ব্যাটারকে আউট ঘোষণা করেন আম্পায়াররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০