অ্যান্টনি-ফ্রেদের গোলে বিদায় বার্সেলোনার

0
43

স্পোর্টস ডেস্ক:: ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাদের মাঠে হেরে জাভির দল বিদায় নিলো। প্রথমার্ধে পিছিয়ে থাকা ম্যানইউ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তুলে নিলো দারুণ এক জয়। ২-১ ব্যবধানে হারে বিদায় নিতে হলো গাভি-লেভানডফস্কিদের।

ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছেন বার্সাকে। চোটের কারণে জাভি সব তারকাকে খেলাতে পারেননি। ফলটাও তাই আসলো তার দলের পক্ষে। দুই লেগে মিলিয়ে ৪-৩ অগ্রগ্রামিতায় নকআউট রাউন্ডে টিকে গেছে ম্যানইউ।

অথচ ম্যাচের শুরুতেই লিড নিয়েছিলো বার্সেলোনাই। ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লেভানডফস্কি। ফার্নান্দেস ফাউল করায় রেফারি পেনাল্টির বাশি দেন। স্পট কিক থেকে গোল করতে তাই সময় নেন লেভানডফস্কি। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধ শুরু করা ম্যানইউ এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। প্রথমার্ধে অনেকটা কোণঠাসা দলটি ঘুরেও দাঁড়ায় দ্রুত। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর মিনিট দুইয়ের মধ্যেই সমতায় ফেরে তারা। ম্যাচের ৪৭তম মিনিটে ফ্রেদের গোলে স্কোর লাইন হয়ে যায় ১-১।

সমতায় থাকা ম্যাচে দুই দলই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। তবে বার্সেলোনা আর গোলের দেখা পায়নি। ম্যাচের ৭৩তম মিনিটে লিড নেয় ম্যানইউ। অ্যান্টনির দারুণ গোলে এগিয়ে যায় দলটি। জাভির দল শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here