স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি বাঁধায় ম্যানচেস্টার টেস্ট ড্র ঘোষণা করেছেন আম্পায়াররা। তাতে ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায় ইংল্যান্ডের। যার সুবাদে অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই টেস্ট জিতে এগিয়ে যায় অজিরা। যদিও তৃতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসে বেন স্টোকসের দল।
স্বাগতিকদের জয়ের সম্ভাবনা ছিল ম্যানচেস্টারেও। কিন্তু ম্যাচের পঞ্চম দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। এখন শেষ ম্যাচ ইংলিশরা জিতলেও সিরিজ শেষ হবে ২-২ সমতায়। সবশেষ সিরিজ জেতা অস্ট্রেলিয়ার কাছেই থাকছে তাই অ্যাশেজের ট্রফি।
২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ম্যানচেস্টার টেস্ট খেলতে নেমে প্রথম তিন দিনে বেশ দাপুটে অবস্থায় ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩১৭ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে জ্যাক ক্রলির ১৮৯, রুটের ৮৪, জনি বেয়ারস্টোর অপরাজিত ৯৯ এবং হ্যারি ব্রুক, মঈন আলী ও স্টোকসের হাফ সেঞ্চুরিতে ৫৯২ রান করে ইংল্যান্ড।
২৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২১৪ রান করে অস্ট্রেলিয়া। ৬১ রানে পিছিয়ে থাকলেও বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচ সেরা হয়েছেন ১৮৯ রান করা ইংলিশ ব্যাটার ক্রলি। সিরিজের পঞ্চম ও শেষ শুরু হবে ২৭ জুলাই, লন্ডনের কেনিংটন ওভালে। এই ম্যাচ যদি স্টোকস-ক্রলিরা জেতে, তবু সিরিজের ট্রফি থাকবে প্যাট কামিন্সদের হাতে!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০