স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড তুলে নিয়েছে জয়। মার্কোস রাশফোর্ডের গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠলো দলটি।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেই খেলেছে ম্যানইউ। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো দলটি। কোনো সুবিধাই করতে পারেনি ব্রেন্টফোর্ড। ১-০ গোলের জয়ে তাই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রাশফোর্ডের দল।
বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা ম্যানইউ পাসিংয়েও ছিলো বেশ এগিয়ে। রাশফোর্ডদের ৬১৩ পাসের বিপরীতে ব্রেন্টফোর্ডের পাস ছিলো মাত্র ৩১৯টি। ৬৫ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখা ম্যানইউ দাপট দেখিয়েই শেষ করে ম্যাচ।
প্রথমার্ধেই লিড নেয় ম্যানইউ। ২৭তম মিনিটে মার্কোস রাশফোর্ড দারুণ এক গোল করে এগিয়ে দেন দলকে। ব্রেন্টফোর্ড প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১-০ গোলে থেকেই বিরতিতে যায় ক্লপের দল।
দ্বিতীয়ার্ধে ম্যানইউ গোলের জন্য আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি। প্রথমার্ধে গোল হজম করা ব্রেন্টফোর্ডও গোল শোধ দিতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০