স্পোর্টস ডেস্কঃ লন্ডনের কেনিংটন ওভালে আগামী বৃহস্পতিবার শুরু হবে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। ওই ম্যাচের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত দলে কোনো পরিবর্তন আনেননি তারা। চতুর্থ দলের স্কোয়াড নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
এবারের অ্যাশেজে প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। এরপর চতুর্থ টেস্টেও তৃতীয় দিন পর্যন্ত এগিয়ে ছিল বেন স্টোকসের দল। তবে বৃষ্টির কারণে শেষ দুই দিনে মাত্র ৩০ ওভার খেলা হয়। যার ফলে শেষ পর্যন্ত ড্র হয় ম্যানচেস্টার টেস্ট। সিরিজের ট্রফি থেকে যায় অস্ট্রেলিয়ার হাতে।
ওলি রবিনসন ও জস টাং থাকছেন দলে। রবিনসনের খেলা না খেলার বিষয়টি নির্ভর করবে তার পিঠের চোটের অবস্থার ওপর। এদিকে চতুর্থ টেস্টের শেষদিকে পুরোদমে বোলিং করতে পারেননি মার্ক উড ও ক্রিস ওকস। ব্রড বরাবরের মতোই ইংল্যান্ডের পেস আক্রমণের মূল ভরসা হয়ে আছেন।
একাদশে ফিরতে পারেন ওলি রবিনসন এবং জশ টং। আর অ্যান্ডারসন ও ব্রডের মধ্যে একজনকে বিশ্রামে রাখতে পারে ইংল্যান্ড।
ইংল্যান্ড দল-
বেন ডাকেট, জ্যাক ক্রলি, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন, জস টাং ও ড্যান লরেন্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০