ম্যানচেস্টার টেস্টে খেলবেন অ্যান্ডারসন

0
76

স্পোর্টস ডেস্কঃ দু’দিন আগেই ম্যানচেস্টার টেস্টের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। হেডিংলি টেস্টে হাঁটুর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া অলিভার রবিনসনের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

আগামী ১৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সোমবার চার পেসার নিয়ে ওই টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংলিশরা। জায়গা পেয়েছেন বুড়ো জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। আছেন অলরাউন্ডার ক্রিস ওকসও।

পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। সবশেষ টেস্টে দারুণ এক জয়ে সিরিজে টিকে আছে ইংলিশরা। লিডস টেস্টে বল হাতে দুই ইনিংসে ১০০ রানে ৭ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ১৬ বলে মারমুখী মেজাজে ৪০ রান করেন মার্ক উড।

এমন পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরা হন উড। তার অলরাউন্ড পারফরমেন্সে তৃতীয় টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখে ইংল্যান্ড। চতুর্থ টেস্টেও তার উপর আস্থা রেখেছে ইসিবি। এদিকে ব্যাটিং আক্রমণে এসেছে এক পরিবর্তন। হ্যারি ব্রুক ইনজুরিতে পড়ায় তার জায়গায় তিনে খেলবেন মঈন আলী।

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের একাদশ– জ্যাক ক্রলি, বেন ডাকেট, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here