ম্যানচেস্টার ডার্বিতে হেরে বেশ হতাশ টেন হাগ

0
65

স্পোর্টস ডেস্কঃ আর্লিং হালান্ডের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ডার্বিতে ম্যানচেস্টার সিটির জয়োল্লাস। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে রোববার রাতে দুটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখেছেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার ফিল ফোডেনের গোলে অ্যাসিস্ট করেছেন। তাতে ৩-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।

চলতি লিগে দশ ম্যাচে ম্যান ইউয়ের এটা ছিল পঞ্চম হার। ১৯৮৬ সালের পর এই প্রথম তারা লিগের প্রথম ১০ ম্যাচের অর্ধেকটাতেই হারলো। শীর্ষে থাকা টটেনহামের সঙ্গে এরই মধ্যে তাদের ব্যবধান ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। ম্যাচ শেষে দলটি কোচ এরিক টেন হাগের কণ্ঠে ঝরল হতাশা। তিনি বলেন, ‘অবশ্যই এটা খুবই হতাশাজনক। তবে গত বছর আমরা অনেক ভালো করেছি। যখন ডার্বিতে এভাবে হার হয় তখন তা খুবই হতাশাজনক।

টেন হাগ আরও বলেন, ‌’প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। দ্বিতীয়ার্ধে আমরা বেশি আক্রমণাত্মক খেলতে চেয়েছিলাম। তখনই তারা দুই গোলে এগিয়ে যায়। ওই সময় থেকে ম্যাচটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। ‌আমরা প্রথম যে তিন ম্যাচ জিতেছিলাম সে সব ম্যাচে আমাদের স্পিরিট ছিল দূর্দান্ত। এখন আমাদের ধৈর্য্য ধরতে হবে। ইনজুরিতে যে সব খেলোয়াড় বাইরে রয়েছে তারা ফিরলে আমরা শক্তিশালী দল হয়ে উঠবো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here