স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বি জিতল ম্যান সিটি। দারুণ জয়ে লিগের শীর্ষে থাকা লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পেপ গার্দিওলার দল। ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে থেকে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা। সমান ২৭ ম্যাচে সিটির পয়েন্ট ৬২।
মৌসুমের দ্বিতীয় ম্যানচেস্টার ডার্বি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারী সিটি। ফিল ফোডেনের জোড়া গোলের পর যোগ করা সময়ে অন্য গোলটি করেন আর্লিং হালান্ড। রোববার রাতে ইতিহাদকে স্তব্ধ করে ৮ মিনিটে দারুণ এক গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন মার্কাশ রাশফোর্ড। এরপর অবিশ্বাস্য ব্যর্থতায় ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি। সহজ গোলের সুযোগ কাজে লাগাতে পারেন নি দলের সবচেয়ে বড় তারকা হালান্ড।
৫৬তম মিনিটে লড়াইয়ে সমতা টানেন ফিল ফোডেন। রদ্রির পাসে বাঁ পায়ের নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। ৮০তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পান তিনি। বদলি নামা হুলিয়ান আলভারেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে তিনি ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর গড়ানো শটে ভেদ করেন নিশানা। এগিয়ে যাওয়ায় পাওয়া আত্মবিশ্বাসে আরও দাপুটে হয়ে ওঠে গার্দিওলার দল। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের আগের ভুলের ক্ষতে প্রলেপ দেন হালান্ড। সোফিয়ান আমরাবাতের কাছ থেকে বল কেড়ে ডি-বক্সে ঠেলে দেন রদ্রি। ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের কোণাকুণি শটে বাকিটা সারেন হালান্ড। প্রিমিয়ার লিগের গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা তারকার গোল সংখ্যা বেড়ে হলো ১৮টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post