স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনাকে দলে নিতে যাচ্ছে ইন্টার মিয়ামি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে জুটি গড়ে মাঠ মাতাবেন বেলজিয়াম তারকা। মেজর লিগ সকারের নিয়ম মেনেই ডি ব্রুইনাকে দলে নেওয়ার প্রচেষ্টা শুরু করেছে মিয়ামি। আগামি ক্লাব বিশ্বকাপের আগে দলে আরো তারকা বেড়াচ্ছে মিয়ামি।
ডি ব্রুইনা এই মৌসুম শেষেই সিটি ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন। চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে, তিনি চুক্তি নবায়ন করবেন না। ফলে ক্লাব বদলে তার কোনো সমস্যা থাকছে না। ইন্টার মিয়ামি ব্রুইনা ‘ডিসকভারি রাইটস’ নিয়েছে । এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব তাদের ডিসকভারি তালিকায় একই সময় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে।
এই তালিকায় থাকা খেলোয়াড়দের এমএলএসে খেলতে হবে সংশ্লিষ্ট ক্লাবেই। অন্য কোনো ক্লাব তার সঙ্গে আলোচনাও করতে পারবে না। তাকে দলে ভেড়ানোর সুযোগ পাবে রিসকভারি রাইটস নেওয়া ক্লাবই। ফলে ম্যানসিটির চুক্তির মেয়াদ শেষ হলে মেজর লিগে মিয়ামিই পাবে তাকে।
২০১৫ সাল থেকে ম্যানচেস্টার সিটিতে আছেন ডি ব্রুইনা। টানা চারবার প্রিমিয়ার লিগ জিতেছেন ক্লাবটির জার্সিতে। তিনি সম্প্রতি ঘোষণা দেন এই মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন। চুক্তি বাড়াবেন না। চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। মিয়ামি ডিসকভারি রাইটস ধারণ করায় সবার আগে ডি ব্রুইনার সঙ্গে আলোচনার একচেটিয়া অধিকার পাবে মিয়ামি। অন্য এমএলএস ক্লাব তাকে দলে নিতে পারবে না।
সিটির জার্সিতে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন বেলজিয়ামের এই তারকা। এছাড়া পাঁচটি কারাবাও কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড এবং একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছেন। এবার তাকে দেখা যাবে মিয়ামিতে মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে মাঠ দাপিয়ে বেড়াতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০