স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছিল লিভারপুল। তবে এই জয়ের পরের ম্যাচেই লিভারপুল আবার পথহারা। শনিবার এফসি বোর্নমাউথের মাঠে ইয়ুর্গেন ক্লপের দল হেরে গেছে ১-০ গোলে।
প্রথমার্ধে গোল হজম করা লিভারপুল সমতা ফেরানোর সুযোগ অবশ্য পেয়েছিল। কিন্তু হাস্যকর এক পেনাল্টি শট নিয়ে সেই সুযোগ নষ্ট করেছেন মোহাম্মদ সালাহ। ম্যাচের ২৮ মিনিটে বিলিং গোল করে অলরেডদের শিবিরে ধাক্কা দেন। এরপর ম্যানইউ ম্যাচের মতো সালাহ, কোডি গাকপো ও ডারউইন নুনিয়েজের জুটি গড়লেও তারা গোল করতে পারেননি।
ম্যাচের ৬৯ মিনিটে অবশ্য লিভারপুলের জার্সিতে সর্বোচ্চ প্রিমিয়ার লিগ গোলের কীর্তি গড়া মিশরীর তারকা সালাহ গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পেনাল্টি শট জালে পাঠাতে পারেননি তিনি। দিয়েগো জোতার শট বোর্নমাউথের ডি বক্সের ভেতর লাগে ডিফেন্ডার অ্যাডাম স্মিথের হাতে। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু সালাহ নেন এক হাস্যকর শট। সেটা গোলমুখে থাকা তো দূরের কথা, বাঁ পাশ দিয়ে অনেক ওপরে উড়ে চলে যায়।
এই হারের পর ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আপাতত লিগের ৫ নম্বরে লিভারপুল। বোর্নমাউথ সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে। শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০