ম্যান ইউ কোচের প্রথম চুক্তি মালাসিয়ার সাথে

0
10

স্পোর্টস ডেস্কঃ রক্ষণের শক্তি বাড়াতে নেদারল্যান্ডসের তরুণ লেফট ব্যাক তাইরেল মালাসিয়াকে দলে টানল ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির নতুন কোচ এরিক টেন হ্যাগের এটি প্রথম সাইনিং। মালাসিয়ার সঙ্গে চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। এতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

মালাসিয়ার ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায় নি ম্যানচেস্টারের দলটি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, প্রায় এক কোটি ৩০ লাখ পাউন্ডে ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের  সঙ্গে চুক্তি করেছে তারা। সঙ্গে যোগ হতে পারে ১৭ লাখ পাউন্ড।

ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ’র সাথে প্রায় চুক্তিবদ্ধ হয়েই গিয়েছিলেন মালাসিয়া। কিন্তু মাঝপথে রেড ডেভিলরা আগ্রহ দেখালে তিনি নিজেও মত পাল্টে ইংল্যান্ডে খেলতে রাজি হয়ে যান। ডাচ ক্লাব ফেইনুর্ড থেকে আসা মালাসিয়া ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫০ ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত নেদারল‍্যান্ডসের হয়ে খেলেছেন পাঁচ ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here